পশ্চিম তীরে আল জাজিরা দপ্তরে ইসরায়েলি বাহিনীর অভিযান

ইসরায়েলি বাহিনী সংবাদ মাধ্যমটির ব্যুরো প্রধানের কাছে দপ্তর বন্ধের আদেশটি হস্তান্তর করার সময় সরাসরি সম্প্রচার চলছিল।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় কাতার ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরার দপ্তরে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৪৫ দিন বন্ধ কার্যালয়টি রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

বিবিসি জানায়, রোববার ভোরে সরাসরি সম্প্রচার চলার সময় ভবনটিতে প্রবেশ করে মুখোশধারী সশস্ত্র ইসরাইলি সেনারা।

ইসরায়েলি বাহিনী সংবাদ মাধ্যমটির পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারির কাছে দপ্তর বন্ধের আদেশটি যখন হস্তান্তর করছিলেন দর্শকরা তখন সরাসরি সেটি দেখছিলেন। সরাসরি সম্প্রচারের মধ্যেই ওমারি ওই নির্দেশটি পড়ে শোনান।

আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে ওমারি বলেন, ‘সাংবাদিকদের এভাবে লক্ষ্যস্থল করার উদ্দেশ্য সত্য মুছে ফেলা ও জনগণকে সত্য জানা থেকে বিরত রাখা।”

সম্প্রচার মাধ্যমটির সাংবাদিক মোহাম্মদ আলসাফিন জানান, ইসরায়েলি সেনারা বাইরে রাস্তা থেকে শেষ মাইক্রোফোন ও ক্যামেরাটিও কেড়ে নেয় এবং ওমারিকে দপ্তর থেকে বের করে দেয়।

এই অভিযান নিয়ে সামাজিক মাধ্যমে করা এক পোস্ট আলসাফিন বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর সংগ্রহ করতে গিয়ে ২০২২ সালে নিহত আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলার একটি পোস্টারও সেনারা সরিয়ে নিয়েছে।

দীর্ঘ দিন ধরেই আল-জাজিরা এবং ইসরায়েল সরকারের মধ্যে সম্পর্কে উত্তেজনা চলছিল, কিন্তু গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সম্পর্ক দ্রুত খারাপ হয়। মে মাসে ইসরায়েল আল জাজিরাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি অভিহিত করে সম্প্রচার মাধ্যমটির নাজারেথ দপ্তর ও পূর্ব জেরুজালেম দপ্তরে অভিযান চালিয়েছিল।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে বিদেশী সাংবাদিকদের মাঠ পর্যায় কাজ করায় বাঁধা ছিল। কিন্তু এই অঞ্চলে অবস্থিত আল জাজিরার কর্মীরাই একমাত্র মাঠ পর্যায়ে যুদ্ধের খবর সংগ্রহ করতে সক্ষম ছিলেন।

গত এপ্রিলে ইসরায়েলের পার্লামেন্টে একটি আইন পাস হয়। যে আইনের বলে দেশটির সরকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় চাইলে যেকোনো বিদেশি সম্প্রচার মাধ্যমকে সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে।

একটানা ৪৫ দিনের জন্য এই নিষেধাজ্ঞার সময় পরবর্তীতে আরও বাড়তে পারে বলে জানা গেছে।

এর আগে এপ্রিল মাসে আল জাজিরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে এমন অভিযোগে যত দিন গাজা যুদ্ধ চলবে ততদিন দেশটিতে টেলিভিশন স্টেশনটির সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা।

গত মে মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমে একটি হোটেলের কক্ষে অভিযান চালায়। ওই কক্ষটি আল–জাজিরার কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। এবারও একইভাবে তাদের কার্যালয়ে অভিযান চালানো হল।

তবে রোববারের অভিযান নিয়ে ইসরায়েল এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *