ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: যুক্তরাষ্ট্র

ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা তেহরানের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে” বলে হুঁশিয়ার করেছেন হোয়াইট হাউজের এক ঊধ্র্তন কর্মকর্তা।

ইরান ইসরায়েলে খুব শিগগিরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্র ইঙ্গিত পেয়েছে। হোয়াইট হাউজের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে সুরক্ষায় সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে।

“ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা তেহরানের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে” বলে হুঁশিয়ার করেছেন এই কর্মকর্তা।

ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ কে নিশানা করে সীমিত পরিসরে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এই হুঁশিয়ারি এল।

জাতিসংঘের ইরানি মিশন থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ইসরায়েলে ইরানি হামলার ইঙ্গিত পাওয়ার কথা বললেও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অবশ্য বলছে, এই মুহূর্তে তারা ইরান থেকে তাদের আকাশে কোনও হামলার হুমকি চিহ্নিত করতে পারেনি।

তবে আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, তারা উচ্চ সতর্কাবস্থায় রয়েছেন এবং ইরান ইসরায়েলে হামলা চালালে এর পরিণতি ভোগ করবে।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও ইরানকে সংঘাত না বাড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়েছিল এবং মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিমান সক্ষমতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছিল।সূত্রঃ রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *