তিউনিশিয়ার প্রেসিডেন্ট বরখাস্ত করলেন প্রধানমন্ত্রীকে

তিউনিশিয়ার প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। গতকাল বুধবার তাকে বরখাস্ত করা হয়। তবে কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে তার ব্যাখা জানা যায়নি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হাচানিকে বরখাস্ত করার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিউনিশিয়ার সামাজিক বিষয়ক মন্ত্রী কামেল মাদৌরির নাম ঘোষণা করা হয়েছে।এর আগে গতকাল বুধবার গণপরিবহনে অসুবিধা মোকাবিলায় সরকারি বৈঠক নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছিলেন হাচানি।গত বছরের আগস্টের শুরুতে দায়িত্ব নেন হাচানি। তিনি নাজলা বৌদেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তাকেও কোনো কারণ ছাড়াই বরখাস্ত করেছিলেন সাইদ।

২০১৯ সালে প্রেসিডেন্ট ভোটের মাধ্যমে নির্বাচিত হন কাইস। ২০২১ সালে তিনি অভ্যুত্থানের মাধ্যমের ক্ষমতা দখলের ঘোষণা দেন। এই বছর ৬ অক্টোবর তিউনিশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।সূত্রঃকালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *