পরিবর্তনটি নির্দিষ্ট বয়সের ব্যবহারকারীর জন্য ২০০০ দশকের শেষ নাগাদ ফেইসবুকের ‘ফটো ডাম্প’-এর স্মৃতি ফিরিয়ে আনতে পারে।
ব্যবহারকারীর একটি পোস্টে ছবি ও ভিডিও আপলোড করার সংখ্যা দ্বিগুণ করেছে মেটা মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।
কোম্পানিটির এক প্রতিনিধি প্রযুক্তি সাইট এনগ্যাজেটকে বলেছেন, এক পোস্টে ছবি ও ভিডিও আপলোড করার সীমা ১০টি থেকে বাড়িয়ে ২০টি করা হয়েছে। শুক্রবার থেকে নতুন এ আপডেট গোটা বিশ্বের ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ব্যবহার করার সুযোগ পাবেন বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
নতুন এ ফিচার নির্দিষ্ট বয়সের কিছু ব্যবহারকারীর জন্য ২০০০ দশকের শেষ নাগাদ ফেইসবুকের ‘ফটো ডাম্প’-এর স্মৃতি ফিরিয়ে আনতে পারে। কোম্পানির নাম মেটা হওয়ার অনেক আগে বিশাল সংখ্যক ছবি শেয়ার করার অন্যতম জায়গা হিসেবে বিবেচিত হতো ফেইসবুক।
সে সময় স্মার্টফোন সবেমাত্র বাজারে আসতে শুরু করেছিল। তাই বেশিরভাগ ছবিই এমন সব ডিজিটাল ক্যামেরায় ধারণ করা হতো, যা ব্যবহারকারীর পকেটে আটানো সম্ভব ছিল না।
২০১৭ সালে সকল ব্যবহারকারীর জন্য ‘ক্যারোজেল’ বা এক পোস্টে ছবি সমন্বিত করে পোস্ট করার পদ্ধতি চালু করে ইনস্টাগ্রাম। তবে, এতদিন এতে কেবল ১০টি পর্যন্ত ছবি বা ভিডিও আপলোড করা যেত।
তবে, ফেইসবুকে যখন এ সুবিধা চালু হয়েছিল, তখন ছবিগুচ্ছ থেকে কোনো একক ছবি মুছে ফেলা বা এতে সংগীত যোগ করার মতো ফিচার না থাকলেও ইনস্টাগ্রাম এখন তা নিয়ে পরীক্ষা করছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম