আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে খেলবে মেসিকে ছাড়াই

বিশ্বকাপ বাছাইয়ে আসছে দুই ম্যাচের দলে নেই ফ্রাঙ্কো আরমানি ও মার্কোস আকুনাও।

কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি লিওনেল মেসি। তাই এই তারকাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে আসছে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য সোমবার ২৮ সদস্যের দল দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

দলে নেই গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি ও ডিফেন্ডার মার্কোস আকুনা। ফরোয়ার্ড পাওলো দিবালা দলে জায়গা পাননি এবারও। কোপা আমেরিকা জয়ী দলেও ছিলেন না তিনি। ওই আসর দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আনহেল দি মারিয়া।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার ও বর্তমানে আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনের ছেলে গিলানো সিমেওনে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিকসে খেলেছেন আতলেতিকোর ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

প্রথমবার ডাক পেয়েছেন লাৎসিওর ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোসও। নতুন মৌসুমে সেরি আয় দলের প্রথম ম্যাচে একটি গোল করেছেন তিনি।

এছাড়া সৌদি আরবের ক্লাব আল কাদসিয়াহর মিডফিল্ডার এসেকিয়েল ফের্নান্দেসও জাতীয় দলে এসেছেন প্রথমবার।

আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর কলম্বিয়ার মাঠে খেলবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কলম্বিয়া তিনে, ৫ পয়েন্ট নিয়ে চিলি আটে আছে।সূত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *