টেস্টের আঙিনায় ভারতের বিচরণ নেই সাত মাসের বেশি সময় ধরে। বাংলাদেশ সিরিজ দিয়ে অভিজাত সংস্করণে ফিরতে যাচ্ছে তারা। পরে খেলবে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই দুই সিরিজের প্রস্তুতির মঞ্চ কিনা বাংলাদেশ সিরিজ? ভারত অধিনায়ক রোহিত বললেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচই তাদের কাছে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে ভারত। চেন্নাইয়ে প্রথমটি শুরু হবে আগামী বৃহস্পতিবার। দ্বিতীয় টেস্ট কানপুরে, শুরু ২৭ সেপ্টেম্বর। এরপর দুই দল খেলবে তিনটি টি-টোয়েন্টি।
বাংলাদেশ সিরিজের পর অক্টোবর-নভেম্বরে নিজেদের আঙিনায়ই নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ভারত। তাদের পরের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ায়। বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াইয়ে লম্বা সময়ে পর পাঁচ টেস্ট খেলবে তারা।
শক্তিশালী দুই দলের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ সিরিজ ভারতের জন্য প্রস্তুতির মঞ্চ বটে। তবে এই দুই ম্যাচকেও বেশ গুরুত্ব দিচ্ছে তারা। বাংলাদেশের বিপক্ষে টেস্টে কখনও না হারলেও প্রতিবেশীদের হালকাভাবে নিচ্ছে না রোহিতের দল।
আর বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও তো দুর্দান্ত। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে ফিরেছে তারা। ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে ওই দুই জয় তাদের বাড়তি আত্মবিশ্বাস দেওয়ারই কথা।
সেসব নিয়ে অবশ্য ভাবছেন না রোহিত। সংবাদ সম্মেলনে মঙ্গলবার ভারত অধিনায়ক বললেন, প্রতিপক্ষ যে-ই হোক দেশের জার্সি গায়ে তাদের কাছে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।
“প্রতিটি টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা দেশের জন্য খেলছি, ড্রেস রিহার্সাল বলতে কিছু নেই। প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ঝুঁকিপূর্ণ। পয়েন্ট টেবিল বেশ উন্মুক্ত। প্রতিটি ম্যাচ খেলতে চাই। আমরা এখানে জিততে চাই।”
“খুব বেশি সামনের দিকে না তাকিয়ে বাংলাদেশ সিরিজ জয়ের দিকে মনোনিবেশ করছি। আমরা দীর্ঘদিন পর আবার শুরু করছি। সবাইকে ফিরে পেয়ে ভালো লাগছে। যখন শুরু হবে, তখন দেখতে হবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং তারপর সেখান থেকে সামনে এগিয়ে নিতে হবে।”
বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলেছে ভারত। যার ১১টিই জিতেছে তারা, বাকি দুটি হয়েছে ড্র।