বাংলাদেশের বিপক্ষে ভারতের কানপুর টেস্টের স্কোয়াড অপরিবর্তিত

বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে ভারত। ঘরের মাঠ চেন্নাইয়ে ২৮০ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিকেরা। ম্যাচ জয়ের পর স্বাভাবিকভাবেই তাই দ্বিতীয় টেস্টর দলে পরিবর্তন না আসারই কথা।

সঙ্গে ভারত দলে চোটের কোনো দুসংবাদও নেই।

কানপুরে টেস্টের দল ঘোষণাতেও তাই ব্যতিক্রম কিছু ঘটেনি। চেন্নাই টেস্টের স্কোয়াড অপরিবর্তিত রেখেই আজ দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

এতে করে মোহাম্মদ শামির ফেরাটা আরেকটু দীর্ঘায়িতই হচ্ছে। সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা ছিল।তবে জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজ-আকাশ দীপরা ভালো করায় তার ফেরাটা আর হলো না।স্কোয়াডে কোনো পরিবর্তন না হলেও দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে বদল আসতে পারে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজকে সামনে রেখে পেসারদের মধ্যে থেকে বুমরাহ-সিরাজদের মধ্যে কাউকে বিশ্রাম দিতে পারে ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া দ্বিতীয় টেস্টটি আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে।

কানপুর টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, যশ দয়াল।সূত্রঃ কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *