হেড-ঝড়ে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেছে মিচেল মার্শের দল।
সম্মিলিত চেষ্টায় প্রতিপক্ষকে বড় সংগ্রহ গড়তে দিলেন না অস্ট্রেলিয়ার বোলাররা। দেড়শ ছাড়ানো রান তাড়ায় ব্যাট হাতে ঝড় তুললেন ট্রাভিস হেড। তার খুনে ইনিংসের সঙ্গে বাকিদের অবদানে স্কটল্যান্ডকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।
এডিনবারায় বুধবার প্রথম টি-টোয়েন্টিতে স্কটিশদের ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ১৫৪ রান পেরিয়ে যায় তারা ৬২ বল বাকি থাকতে।
ইনিংস শুরু করতে নেমে ২৫ বলে ৮০ রান করেন হেড। তার ২৫ বলের বিস্ফোরক ইনিংসটি গড়া ৫ ছক্কা ও ১২ চারে। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ১২ বলে ৩৯, ছক্কা ৩টি ও চার ৫টি। জশ ইংলিস অপরাজিত থাকেন ১৩ বলে ২৭ রান করে।
স্কটল্যান্ডের ইনিংসে কেউ ছুঁতে পারেননি ৩০ রানও। সর্বোচ্চ ২৮ রান আসে ওপেনার জর্জ মানজির ব্যাট থেকে।
রান তাড়ায় তৃতীয় বলেই জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে হারায় অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি অভিষেকে রানের খাতাই খুলতে পারেননি আলোচিত এই তরুণ সেনসেশন।
মুখোমুখি হওয়া প্রথম বলে চার মেরে দল ও নিজের রানের খাতা খোলেন মার্শ। পরের ওভারে ব্র্যাড হুইলকে তিনটি চার মেরে ধ্বংসযজ্ঞ শুরু করেন হেড। বাঁহাতি এই ব্যাটসম্যান তৃতীয় ওভারে ব্যান্ডন ম্যাকমুলানকে মারেন দুটি করে ছক্কা ও চার।
অভিষিক্ত চার্লি ক্যাসেলকে একটি ছক্কা ও দুটি চার মারেন হেড, মার্শ মারেন একটি চার। অস্ট্রেলিয়া অধিনায়ক পঞ্চম ওভারে তাণ্ডব চালান জ্যাক জার্ভিসের ওপর। এই পেসারের সবগুলো ডেলিভারি পাঠান বাউন্ডারিতে, তিনটি করে চার ও ছক্কা।
পরের ওভারে হুইলের ওপর ঝড় বইয়ে দিয়ে পাঁচটি চার ও এক ছক্কা মারেন হেড। পাওয়ার প্লের শেষ দুই ওভারে রান আসে যথাক্রমে ৩০ ও ২৬। অস্ট্রেলিয়া প্রথম ৬ ওভারে তুলে ফেলে ১১৩ রান।
সপ্তম ওভারে জোড়া উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্ক ওয়াটের প্রথম বলে লং-অফে ক্যাচ দেন মার্শ। ওভারের শেষ বলে লং-অনে ধরা পড়েন হেড।
এদিন হেডের ১৭ বলে ফিফটি অস্ট্রেলিয়ার হয়ে যৌথভাবে দ্রুততম। ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বলে ফিফটি করে রেকর্ডটি গড়েন মার্কাস স্টয়নিস।
স্টয়নিসকে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন ইংলিস। জার্ভিসকে ছক্কায় উড়িয়ে দশম ওভারে ম্যাচের ইতি টেনে স্টয়নিস।
এর আগে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। এই সিরিজে নেই তাদের অভিজ্ঞ পেসত্রয়ী জশ হেইজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। তাদের অনুপস্থিতিতে সুযোগ কাজে লাগিয়ে দারুণ বোলিং করেন জাভিয়ার বার্টলেট, শন অ্যাবটরা।
স্কটল্যান্ডের ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনই পান ভালো শুরু। কিন্তু কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তাতে কোনোমতে দেড়শ পার করে দলটি।
একই মাঠে দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড: ২০ ওভারে ১৫৪/৯ (মানজি ২৮, হেয়ার্স ৬, ম্যাকমুলান ১৯, বেরিংটন ২৩, ক্রস ২৭, লিস্ক ৭, ওয়াট ১৬, জার্ভিস ১০, ক্যাসেল ১, ডেভিডসন ৩*, হুইল ৮*; মেরেডিথ ৪-০-৩৪-১, বার্টলেট ৪-০-২৩-২, অ্যাবট ৪-০-৩৯-৩, জ্যাম্পা ৪-০-৩৩-২, স্টয়নিস ২-০-১০-০, গ্রিন ২-০-১২-১)
অস্ট্রেলিয়া: ৯.৪ ওভারে ১৫৬/৩ (ফ্রেজার-ম্যাকগার্ক ০, হেড ৮০, মার্শ ৩৯, ইংলিস ২৭*, স্টয়নিস ৮*; ম্যাকমুলান ২-০-২৫-১, হুইল ২-০-৩৯-০, ক্যাসেল ১-০-১৯-০, জার্ভিস ১.৪-০-৪৫-০, ওয়াট ২-০-১৩-২, ডেভিডসন ১-০-১৫-০)
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ট্রাভিস হেড
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম