হ্যারি পটার ফিরছে আবার

হ্যারি পটার, রন উইজলি ও হারমায়িনি গ্রেঞ্জারের ভূমিকায় দেখা মিলবে নতুন মুখের।

জাদুনির্ভর কল্পকাহিনীর সিনেমা হ্যারি পটারপ্রেমীদের জন্য সুখবর। ব্রিটিশ লেখক জে কে রাউলিংয়ের উপন্যাস অবলম্বনে সিরিজ আকারে নির্মিত সাড়া ফেলা এ সিনেমা নতুন গল্পে, নতুন অভিনয় শিল্পীদের নিয়ে ফের পর্দায় আসছে।

২০০১ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিনেমায় নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করে মাত্র ১২ বছর বয়সে খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন আভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। তিনি এখন

কেবল বড়ই হয়ে যাননি, কিছুদিন আগে সন্তানের বাবা হয়েছেন তিনি। এছাড়া হারমায়িনি গ্রেঞ্জার রূপে এমা ওয়াটসনকেও আর শিশু-কিশোরীর চরিত্রে মানাবে না।

তাই হ্যারি পটার, রন উইজলি ও হারমায়িনি গ্রেঞ্জারের ভূমিকায় দেখা মিলবে নতুন মুখের। সেজন্যই নতুন শিশু শিল্পীর সন্ধান চলছে বলে জানিয়েছে বিবিসি।

অভিনয় শিল্পী খোঁজার অভিযানে কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছেন নির্মাতারা।

২০২৫ সালের এপ্রিলে যাদের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে থাকবে তারাই কেবল সুযোগ পাবে। আবেদনকারীকে অবশ্যই যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডের বাসিন্দা হতে হবে।

এ সিনেমায় অভিনয়ে আগ্রহীদের নিজেদের দুটি ভিডিও রেকর্ড করে পাঠাতে বলেছে সিনেমা টিম।ওই দুই ভিডিওর একটিতে আগ্রহীকে একটি ছোট গল্প বা কবিতা পড়তে হবে (হ্যারি পটারের কোনো গল্প নয়)। এব অন্যটিতে নিজের পরিচয় জানাতে হবে। সেই পরিচয়ে জন্মতারিখ, উচ্চতা ও ঠিকানা বলতে হবে।

আরো বলা হয়েছে, প্রতিটি চরিত্রের জন্য যোগ্য অভিনেতাদের আবেদন করতে হবে। এবং জাতি, লিঙ্গ, বর্ণভেদে অভিনয় শিল্পীরা কোনো বৈষম্যের শিকার হবে না।

১৯৯৭ থেকে ২০০৭ সালের মধ্যে প্রকাশিত রাউলিংয়ের লেখা হ্যারি পটারের সাতটি বই অবলম্বনে নতুন সিনেমার সিরিজ তৈরি হতে যাচ্ছে। সিরিজের প্রতিটি সিনেমাই মূল বই অবলম্বনে বানানোর পরিকল্পনা রাখা হয়েছে।

এবারে পরিচালনা এবং প্রযোজনার দায়িত্বে থাকবেন মার্ক মাইলড ও গার্ডিনার।

নির্মাতা-প্রযোজকরা সিনেমা মুক্তির তারিখ নিয়ে এখনি ভাবছেন না। তবে ২০২৫-২৬ সালে যুক্তরাজ্যে তারা শুটিং শুরু করতে চাইছেন।

২০০০ সালের অগাস্টে ড্যানিয়েল র‌্যাডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্টকে হ্যারি, হারমায়িনি এবং রন চরিত্রের জন্য বেছে নোওয়া হয়েছিল।

নতুন মুখ নির্বাচনের খবর শুনে র‌্যাডক্লিফ বলেছেন, তিনি নতুন সিরিজ দেখতে আগ্রহী। কিন্তু ক্যামিও কোনো চরিত্র করার কোনো ইচ্ছে তার নেই।

“আমি মনে করি নির্মাতা টিম নতুনভাবে শুরু করতে চাইছে। আমি আনন্দের সঙ্গে অন্যদের সঙ্গে বসে সিনেমা দেখতে চাই।“সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *