ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রাঙ্গনে ‘কথা বলতে চাই, কথা শুনতে চাই’ শিরোনামের এই আয়োজনে একত্রিত হয়েছেন শিল্পীরা।
টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র সংস্কার, শিল্পীদের অধিকার আদায়, বৈষম্যমূলক আচরণের জবাবদিহিতাসহ নানা দাবি জানিয়েছেন শিল্পীদের একটি পক্ষ।
মঙ্গলবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এক মুক্ত আলোচনায় তারা বিভিন্ন দাবি তুলে ধরেন।
‘সংস্কারকামী সমন্বিত স্ক্রিন অ্যাক্টরস’ ব্যানারে ‘কথা বলতে চাই, কথা শুনতে চাই’ শিরোনামের আলোচনার আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, সুষমা সরকার, সোহেল মণ্ডল, মনোজ প্রামাণিক, খায়রুল বাসার, শরীফ সিরাজ, আহমেদ সাব্বির, নীলা ইস্রাফিল, এলিনা শাম্মী, মোস্তাফিজুর নূর ইমরান, আব্দুল্লাহ আল সেন্টুসহ আরও অনেক অভিনয়শিল্পী।
আলোচনায় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, “স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের কিছু দোররা কিন্তু এই দেশেই রয়ে গেছেন। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমদের উপর চড়াও হচ্ছেন। শিল্পীসমাজও এর বাইরে না। এখানেও অনেক দোসর আছেন নানাভাবে সুযোগ সুবিধা নিয়েছেন, তাদের জায়গা শক্ত করেছেন। আমাদের জন্য কিছু করেননি।
“কিছু তরুণ এক হয়েছে যারা এই মিডিয়াকে সুন্দর করে সাজাতে চায়। যারা এখন জায়গা ধরে রেখেছেন তারা তরুণদের জন্য জায়গাটা ছেড়ে দেন। এখানে অনেক সংস্কার প্রয়োজন।”
অরাজনৈতিক সংগঠন হয়েও অভিনয় শিল্পী সংঘের রাজনীতিতে জড়িয়ে পড়া, যারা বিভিন্ন প্রপাগান্ডার সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ, অভিনয়শিল্পীদের সমস্যায় সংগঠনের ভূমিকা, ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা অভিনয়শিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শিল্পীদের পাওনা আদায়ে সংগঠনের কঠোর ভূমিকা অনুপস্থিত থাকাসহ নানা প্রশ্ন রাখেন তিনি।
অনুষ্ঠানে বেশকিছু দাবি উপস্থাপন করেন শিল্পীরা।
দাবিগুলো হলো- অভিনয়কে রাষ্ট্রীয়ভাবে পেশা হিসাবে স্বীকৃতি এবং অন্তর্ভুক্ত করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ, কর্মপরিকল্পনা বাস্তবায়ন, নতুন করে রেজিস্ট্রেশন সিস্টেম চালু, তিন ধরনের কোর্সের ভিত্তিতে ইন্ডাস্ট্রিতে অভিনয়ের যাত্রা শুরু করা, প্রফেশনাল কার্ডের সুযোগ সুবিধা নিশ্চিত করা, রিফর্মেশন অ্যাক্ট চালু, অভিনয়শিল্পীদের কাজের সুষ্ঠু, নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা, শিফট সিস্টেম, ওভারটাইম চার্জ, ডেট ক্যান্সেলশন চার্জ চালু, নূন্যতম পারিশ্রমিক নির্ধারণ।
এর আগে গত ৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর নিকেতনের ‘গ্রাউন্ড জিরো’তে একটি জরুরি বৈঠকে অভিনয়শিল্পী সংঘের সংস্কারের দাবি তোলেন এই শিল্পীরা।
সেখানে পারস্পরিক আলোচনা ও প্রস্তাবের ভিত্তিতে পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটিকে দুঃখ প্রকাশ ও জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থানকারীদের জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়।
অভিনয়শিল্পী সংঘের কোনো সদুত্তর না পাওয়ায় এই ‘কথা বলতে চাই, কথা শুনতে চাই’ শিরোনামের মুক্ত আলোচনার আয়োজন করা হয়।সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম