বিসিবির নতুন সভাপতি ঠিক করবেন সাকিবের ভবিষ্যৎ

তিন সংস্করণের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে ছাড়া বাংলাদেশ দলের একাদশ পূর্ণতা পায় না এমনটাই মনে করা হয়। তবে সব শেষ কয়েক বছর ধরে ব্যাটে-বলে সেরা এই ক্রিকেটারকে সব সংস্করণে পাওয়া যায়নি। টেস্ট খেললে সীমিত ওভারের কোনো এক সংস্করণে হয়তো পাওয়া যেত না সাবেক অধিনায়ককে।

আবার উল্টোচিত্রও দেখা যেত। সীমিত ওভারে খেললে টেস্টে পাওয়া যেত না সাকিবকে। বলা যায় সংস্করণ বেছে বেছে খেলতেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে আবার যোগ দিয়েছিল রাজনৈতিক ব্যস্ততাও।
ফলে সব সংস্করণে তাকে পাওয়াটা অনেকটা দুষ্কর ছিল। সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লিগের হয়ে মাগুরা-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে তার সংসদ সদস্য পদও বাতিল হয়ে গেছে।

নতুন করে তাই পুরো বাংলাদেশ সাজানোর কাজ শুরু করে দিয়েছে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

ক্রীড়াঙ্গনেও এই হাওয়া লাগায় আজ নতুন সভাপতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের বেছে বেছে সংস্করণ খেলার বিষয়ে কোনো সমাধান দিতে পারেননি সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি ফারুক আহমেদ এবার সেই সমাধান দিতে পারবেন কিনা আজ সংবাদ সম্মেলনে সেই প্রশ্ন উঠেছিল।

সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে তার উত্তর দিয়েছেন ফারুক। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন,‘সাকিবের ব্যাপারে পলিসি কী হওয়া উচিত, সেটা বোর্ডের সঙ্গে আলাপ করব।

সাকিব এখন যে অবস্থায় আছে, সেই অবস্থা সে চালিয়ে যেতে পারবে কি না বোর্ডের সঙ্গে আলোচনা করব। আমাদের এখন দুটি টেস্ট ম্যাচ আছে। তারপরে কী হবে, সেটা তখন বোর্ডের একটা পলিসির ব্যাপার হবে।’

সাধারণ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতন হওয়ার পর ব্যাপক সমালোচনা মুখে পড়েন সাকিব। তখন শঙ্কা জেগেছিল তার ক্যারিয়ার নিয়ে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার জায়গা হবে কিনা তা নিয়ে একটা আলোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত সব গুঞ্জন উড়িয়ে তাকে মেধার ভিত্তিতে দলে নেওয়া হয় বলে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ফারুক বলেছেন,’এখন যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো যে তাকে (সাকিব) নিও না, তাহলে সেটা পলিসির ব্যাপার হতো। তখন সেই দায়িত্বটা বোর্ডের ওপর দিত। নির্বাচনের বাইরে তাকে চিন্তা কর। সাকিব বাইরে ঘুরে ঘুরে খেলতে পারবে কি না সেটা একটা ব্যাপার। সেটা আমরা ভালোভাবে দেখব।’সূত্রঃ কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *