মিরাজ-তাসকিনদের দারুণ বোলিংয়ে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৮৫.১ ওভারে ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২ ওভারে ১০/০
পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশের দাপুটে দিন
পাকিস্তান সফরে আরেকটি দারুণ দিন কাটাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন টস জিতে স্বাগতিকদের অলআউট করে নির্বিঘ্নে শেষভাগ পার করল তারা।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০ রান। এর আগে পাকিস্তানকে তারা অলআউট করে ২৭৪ রানে।
ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই আব্দুল্লাহ শাফিককে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তাসকিন আহমেদ। এক বছরের বেশি সময় পর ফেরা এই পেসার দিনের পরের অংশেও দুর্দান্ত বোলিং করে নেন আরও ২ উইকেট।
তবে বাকিদের ছাপিয়ে বোলিংয়ে বাংলাদেশের নায়ক মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারে দশম ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে বড় অবদান রাখেন তিনি। যার সৌজন্যে প্রায় ২৪ বছর পর পাকিস্তানের মাঠে ম্যাচের প্রথম ইনিংসে কোনো বিদেশি স্পিনার পায় ৫ উইকেট।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইম আইয়ুব। শান মাসুদ খেলেন ৫৭ রানের ইনিংস। শূন্য রানে জীবন পেয়ে ৫৪ রান করেন সালমান আলি আঘা।
দিনের শেষভাগে ২ ওভারের জন্য ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দেন সাদমান ইসলাম। সাউদ শাকিলের ব্যর্থতায় সে দফায় বেঁচে যান বাংলাদেশের বাঁহাতি ওপেনার। পরে আর উইকেট পড়তে দেননি দুই ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২ ওভারে ১০/০ (সাদমান ৬*, জাকির ০*; হামজা ১-০-৫-০, খুররাম ১-০-১-০)
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম