প্যারিস অলিম্পিকে টানা তিন সোনা জয়ের পর অবশেষে ধাক্কা খেলেন সিমোন বাইলস। আজ পরপর দুটি ইভেন্টে সোনা জিততে পারেননি তিনি। মেয়েদের ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজে রুপা জিতলেও ব্যালান্স বিমে কোনো পদকই জিততে পারেননি কিংবদন্তি এই মার্কিন অ্যাথলেট। এর আগে নারীদের ভল্ট, ব্যক্তিগত অল-অ্যারাউন্ড এবং দলগত অল-অ্যারাউন্ডে সোনা জিতেছিলেন বাইলস।
আজ ব্যক্তিগত ব্যালান্স বিমের ফাইনালে পড়ে যাওয়ার পর পঞ্চম স্থান লাভ করেন বাইলস। এই ইভেন্টে সোনা জিতেছেন অ্যালিস ডি’আমাতো। ২১ বছর বয়সী ইতালিয়ান অ্যাথলেটের পয়েন্ট ১৪.৩৬৬। এটি জিমন্যাস্টিকসে ইতালির ইতিহাসে কোনো নারীর প্রথম সোনা। একই ইভেন্টে রুপা জিতেছেন চীনা জিমন্যাস্ট জো ইয়াকিন আর ব্রোঞ্জ জিতেছেন আরেক ইতালিয়ান অ্যাথলেট মানিলা এসপোসিতো।সূত্রঃ প্রথম আলো