মাঠের বাইরে যুক্তরাষ্ট্র-চীন সবসময় একে-অন্যের প্রতিপক্ষ। খেলার মাঠেও এই দুই দেশ লড়ছে সেয়ানে সেয়ানে। গতকাল বিকালে অলিম্পিকের ১৩তম দিনে ২৭ স্বর্ণপদক নিয়ে তালিকার শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। দুই নম্বরে থাকা চীনের মোট স্বর্ণ ২৫টি। পদক তালিকার তিন নম্বরে ১৮ স্বর্ণপদকের মালিক অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের ২৭ স্বর্ণের বেশির ভাগ এসেছে সাঁতারে। সাঁতারে যুক্তরাষ্ট্র দলকে বলা চলে একচ্ছত্র প্রভাব বিস্তারকারী। আসরে সব ডিসিপ্লিন মিলিয়ে মোট ৯৪টি পদক পেয়েছে ‘টিম ইউএসএ’। এর মধ্যে ৩৫টি রৌপ্য ও ৩২টি তাম্র পদক। চীন জিতেছে মোট ৬৫টি পদক।
এরমধ্যে ২৫ স্বর্ণ ছাড়াও আছে ২৩টি রৌপ্য ও ১৭টি তাম্র পদক। এই দুই দেশের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির মোট পদক ৬৫টি। এরমধ্যে ১৮টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১১টি তাম্র পদক। স্বাগতিক দেশ ফ্রান্স মোট পদকে অস্ট্রেলিয়া থেকে এগিয়ে থাকলেও স্বর্ণপদকে পিছিয়ে পড়েছে। দেশটির মোট পদক ৪৯টি। এর মধ্যে ১৩টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২০টি তাম্রপদক। চীনের সাঁতারু জাং ইউফে ৬ পদক নিয়ে ব্যক্তিগতভাবে সবার শীর্ষে আছেন। মজার ব্যাপার হচ্ছে, তার ৬ পদকের কোনোটাই স্বর্ণ নয়। ১টি রৌপ্য ও ৫টি তাম্রপদক আছে তার ঝুলিতে। দুই নম্বরে আছেন স্বাগতিক দেশ ফ্রান্সের সাঁতারু লিওন মার্শান। তার ঝুলিতে থাকা ৫ পদকের ৪টিই স্বর্ণ। একটি তাম্র। তালিকার ৭ নম্বরে থাকা কানাডার নারী সাঁতারু সামার ম্যাকিনটোশ সবার নজর কেড়েছেন। এই কানাডিয়ান তরুণীর ঝুলিতে আছে ৩ স্বর্ণ ও ১ রৌপ্য। এবারের অলিম্পিক গেমস শেষ হবে ১১ই আগস্ট। মেয়েদের বাস্কেটবল খেলার ফাইনাল দিয়ে বর্ণাঢ্য প্যারিস অলিম্পিক গেমসের পর্দা নামবে। সুত্রঃমানব জমিন