ভারতীয় মহিলা কুস্তিগির অলিম্পিক-২০২৪ থেকে বাতিল হওয়ার প্রতিবাদী আনুশকা

 

ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগত প্যারিস অলিম্পিক-২০২৪ থেকে বাতিল হওয়ার পর ক্ষোভে ফুঁসছে ভারত। সেই তালিকায় বাদ নেই চলচ্চিত্র জগতের তারকারাও। অনেকেই বিনেশ ফোগতকে উৎসাহ দিয়ে নানা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। স্বরা ভাস্কর-সোনাক্ষী সিনহার পর এবার আনুশকা শর্মাও বিনেশ ফোগতের জন্য পোস্ট করেছেন। বিনেশ ফোগতের এভাবে ম্যাচ থেকে বাদ পড়া মেনে নিতে পারছেন না তিনি। মন ভেঙে গিয়েছে বলেও উল্লেখ করেছেন। আনুশকা বর্তমানে লন্ডনে রয়েছেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আমাদের সবারই হৃদয় ভেঙে গিয়েছে। আমি কল্পনাও করতে পারছি না আপনি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন।

আপনি একজন ভারতীয় হিসাবে আমাদের গর্বিত করেছেন এবং গোটা বিশ্ব আপনার জয় আবারো উদ্‌যাপন করবে। বিনেশ ফোগতকে ৫০ কেজি মহিলা কুস্তিগির ম্যাচের চ্যাম্পিয়নশিপ থেকে বাতিল ঘোষণা করা হয়। কারণ, তার ওজন নির্ধারিত মানের চেয়ে ১০০ গ্রাম বেশি ছিল। এটি ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের কাছেও বড় ধাক্কা বলা চলে। ৭ই আগস্ট বুধবার সকালে ওজন করতেই দেখা যায় বিনেশের ওজন ১০০ গ্রাম বেশি। তবে, বাড়তি ওজন কমাতে একদিন আগেই কঠোর পরিশ্রমও করেছিলেন বিনেশ ফোগত। কিন্তু, তারপরেও ওই ১০০ গ্রাম ওজন কমেনি তার। এ বিষয়টি মেনে নিতে পারছেন না আনুশকা। তিনি বলেন, এটা অন্যায়। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।সূত্রঃমানব জমিন

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *