ম্যারাথন সুইমিংয়ে হাঙ্গেরির সোনা
টোকিওতে রুপা পেয়েছিলেন। প্যারিসে সোনা জিতলেন হাঙ্গেরির ক্রিস্তফ রাসফস্কি। পুরুষদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ৬.৬ কিলোমিটার সীমারেখায় এগিয়ে গিয়েছিলেন, আর ফিরে তাকাননি। রাসফস্কির স্বদেশী ডেভিড বেতলেহেমও ছিলেন পোডিয়ামে, তিনি পেয়েছেন ব্রোঞ্জ। প্যারিসে এবারই প্রথম কোনো ব্যক্তিগত ইভেন্টে একই দেশের দুজন পদক পেলেন। জার্মানির অলিভার ক্লেমেট পেয়েছেন রুপা।সূত্রঃ প্রথম আলো