আমি কিছু পাওয়ার জন্য কিছু করিনি: সালমান মুক্তাদির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের ডাক—সব সময়ই শিক্ষার্থীদের পাশে ছিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও আলোচিত তরুণ সালমান মুক্তাদির। আজ তাঁর জন্মদিন। ১৯৯৩ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিলেন শোবিজ অঙ্গনের অনেকেই। এমনকি রাজপথে নেমে শিক্ষার্থী হত্যা এবং সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাঁরা। এই আন্দোলনে আরও যুক্ত ছিলেন বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর, মডেল ও ইউটিউবার। তাঁদের মধ্যে অন্যতম সালমান মুক্তাদির।
শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই পোস্ট দিয়ে ক্ষ্যান্ত হননি, নেমেছেন রাজপথের আন্দোলনেও। শিক্ষার্থীদের সরাসরি নানাভাবে সহযোগিতা করেছেন তিনি।সূত্রঃ প্রথম আলো