তিন চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘দাঁড়কাক’

 

সিদ্দিকী বলেছেন, সাহিত্যিক শহীদুল জহিরের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে ত্রিশ মিনিটের দৈর্ঘ্যের এই সিনেমাটির চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন।

দেশের তরুণ নির্মাতা জায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ভারতের তিনটি সিনে উৎসবে।

সিদ্দিকী মঙ্গলবার গ্লিটজকে বলেছেন, ‘দাঁড়কাক’ শুরুতে অস্ট্রেলিয়ার পঞ্চদশ ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে’ দেখানো হবে। এই উৎসবটি চলবে আগামী ১৫ থেকে ৩০ অগাস্ট।

ওই উৎসবে দেশ-বিদেশের ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে ‘দাঁড়কাক’ নির্বাচিত হয়েছে।এরপর ‘দাঁড়কাক’ যাচ্ছে ভারতে। প্রতিবেশী দেশটির ‘শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র’ উৎসব চলবে ১৬ থেকে ১৮ অগাস্ট। সেখানেও প্রদর্শনী হবে ‘দাঁড়কাক’ এর।

রিচালক সিদ্দিকী জানিয়েছেন, তার সিনেমার পরের গন্তব্য যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন ডিসিতে ‘ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে’ চলচ্চিত্রটি স্বল্পদৈর্ঘ্য জুরি এবং অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এই উৎসব চলবে সেপ্টেম্বরের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত।

এর পরদিন ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘এভেন্টিনে’ সিনেমাটি দেখানো হবে।

সিদ্দিকী বলেছেন, সাহিত্যিক শহীদুল জহিরে একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে ত্রিশ মিনিটের এ সিনেমার চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন।

চিত্রনাট্য ছাড়াও সংলাপ রচনা এবং প্রযোজনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন সিদ্দিকী। প্রধান চরিত্র তোরাব শেখের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জয়ন্ত চট্ট্যোপাধ্যায়।

‘দাঁড়কাক’ এর গল্প নিয়ে পরিচালক বলেন, “পরিবারের অন্যান্য সদস্যদের ওপর নির্ভরশীল একজন বয়স্ক মানুষ তোরাব শেখের গল্প বলবে আমার এই কাজ। অস্তিত্ব সংকটের গল্প তুলে ধরেছে সিনেমাটি। এখানে দেখা যাবে উপার্জনে অক্ষম বয়স্ক তোরাব শেখকে সংসারের অপ্রয়োজনীয় মনে করা হয়। তাকে না জানিয়ে মেয়ের বিয়ে দেওয়ায় তিনি অপমানিত বোধ করে।

“এরপর তোরাব শেখ সিদ্ধান্ত নেন স্বেচ্ছায় হারিয়ে যাওয়ার। তিনি বাড়ি ছাড়লে পরিবারের সদস্যরা তার গুরুত্ব বুঝতে পারেন।”

এই সিনেমা তৈরির তাগিদ কেন ছিল জানতে চাইলে সিদ্দিকী বলেন, “এ ধরনের ঘটনা তো আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে। এটি খুবই ব্যক্তিগত চলচ্চিত্র, যা সমাজের বয়োঃবৃদ্ধ মানুষের প্রতি আমাদের অবহেলা এবং তাদের যে অসহায়ত্বের অনুভূতি তা তুলে ধরে হয়েছে। আমরা সবাই একদিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ব, কিন্তু তার মানে এই নয় যে আমরা গুরুত্বহীন”।

সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এবিএম সাঈদুল হক। এই সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে জেরিন আক্তার শিমুল এবং আখলাকুজ্জামান খানের।

সিদ্দিকী গ্লিটজকে বলেছেন, সিনেমার শুটিং শেষ করেছেন দুবছর আগে। এরপর চলেছে পোস্ট প্রোডাকশনের কাজ।

শুটিং হয়েছে খিলগাঁও, শান্তিনগর এলাকায়। সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন সাইয়্যিদ শাহজাদা আল কারীম, ইসরাত জাহান, সাকিব ইফতেখার এবং হাসিব শাকিল।

লাইন প্রযোজক ছিলেন মশিউর রহমান। শিল্প নির্দেশনায় ছিলেন জায়েদ সিদ্দিকী ও তাসনিম নিশো। নিশো একই সঙ্গে প্রধান সহকারী পরিচালক ছিলেন। দৃশ্যধারণ করেন হাসনাত সোহান। এছাড়া সম্পাদনা ও শব্দ পরিকল্পনা করেছেন সম্পাদক সুজন মাহমুদ।

দাঁড়কাক’ চলতি বছরে সাতটি দেশের নয়টি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্দিকী। এগুলোর মধ্যে আছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব, বার্লিনের দ্বাদশ ইন্দো-জার্মান ফিল্ম উইক, কলকাতার সপ্তম দক্ষিণ এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এবং ভারতের রাউন্ড দ্য ফ্রেম ফিল্ম কম্পিটিশন।সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *