দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় শুটিংয়ের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১২ ঘণ্টা।
নাটক-সিনেমার শুটিং মানেই সাধারণত দিনরাত লাইট-ক্যামেরা চালিয়ে অল্প দিনের মধ্যে কাজ তুলে দেওয়া। কিন্তু মাসব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলন এবং সরকার পতনের প্রেক্ষাপটের পরিস্থিতি বিবেচনায় শুটিংয়ের সময়সূচিতে লাগাম টানা হয়েছে।
চলচ্চিত্র, টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়া পেশাদারদের সংগঠন কনফেডারেশনের চেয়ারম্যান সাদেক সিদ্দিকী গ্লিটজকে বলেছেন, আগামী কিছুদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নাটক, মিউজিক ভিডিও, সিনেমাসহ সব ধরনের নির্মাণের শুটিং শেষ করতে হবে।
সিদ্দিকী গ্লিটজকে বলেন, “শুটিংয়ের এই সময়সূচি ঠিক করে আমরা পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহক, ক্যামেরাহাউস, লাইটহাউস, শুটিংহাউস, লাইটম্যান, প্রোডাকশন ম্যানেজারসহ শুটিং সংশ্লিষ্ট সবাইকে বলে দিয়েছি।
“এখন তো প্রায় শুটিং বন্ধই। অনেকেই কাজে ফেরার সাহস পাচ্ছে না। কাজে ফিরে কোনো একটা দুর্ঘটনা হলে তখন আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। তাই সবাইকে অনুরোধ করেছি পরিস্থিতি বিবেচনায় রেখে রাতে কাজের সময়টা যেন এগিয়ে আনে।”
একই তথ্য জানিয়ে প্রোডাকশন ম্যানেজার মো. আবু জাফর অপু গ্লিটজকে বলেন, “গভীর রাতে শুটিং শেষ করে বাসায় ফেরার পথে আমাদেরই কিছু প্রোডাকশন বয়কে মারাত্মক জটিলতায় পড়তে হয়েছে। তাদের সঙ্গে তো আইডি কার্ড থাকে না, বিভিন্ন জায়গায় আটকে রেখে জেরা করাসহ ভয়ভীতি দেখানো হয়েছে। তাই সার্বিক নিরাপত্তার কথা মাথায় নিয়ে শুটিং শেষ করার বর্তমান সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে।”
পরিচালক সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। পুবাইলে চলছে নাটকটির শুটিং।
কনফেডারেশনের দেওয়া সময়সীমা মেনে নির্দিষ্ট সময়ে শুটিং শেষ করছেন জানিয়ে পরিচালক সঞ্জিত গ্লিটজকে বলেন, “আন্দোলনের পরবর্তী সময়ে শুটিংয়ে আমাদের সমস্যা হয়নি। এমনিতেও আমরা কখনো গভীর রাত করি না, এখন নিরাপত্তা বিবেচনায় আরও অল্প সময়ে কাজটা শেষ করার চেষ্টা করছি।”
‘চিটার এন্ড জেন্টেলম্যান’ নাটকে আছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, ঊর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডা. এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহমেদসহ আরও অনেকে।
ঢাকায় কয়েকদিন ধরে ‘গৃহলক্ষ্মী’ শিরোনামের ধারাবাহিক নাটকের শুটিং করছেন পরিচালক জিয়াউল হক মনির।
তিনি বলেন, “আটটার মধ্যেই শুটিং শেষ করে দিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই কনফেডারেশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। দেশের পরিস্থিতি এখনো ভালো হয়নি, মানুষ খুব আতঙ্কে আছে। তাই শুটিং আগেই শেষ করছি।”
‘গৃহলক্ষ্মী’ নাটকটি রচনা করেছেন সুসময় সুমন। নাটকটি প্রচারিত হচ্ছে নাগরিক টেলিভিশনে।
মো. জামাল উদ্দিন প্রযোজিত পারিবারিক গল্পের এই নাটকটিতে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, শারমিন আক্তার, রোজি সিদ্দিকি, শেখ স্বপ্না, সাবরিনা, শিবা শানুসহ আরও অনেকে।সূত্রঃকালের কণ্ঠ