আগামী ডিসেম্বর থেকে নতুন চেয়ারম্যান পাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা
বর্তমান মেয়াদ শেষে আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবেন গ্রেগ বার্কলে। নতুন মেয়াদে তিনি দায়িত্ব নিতে ইচ্ছুক নন বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি।
মঙ্গলবার আইসিসির ভার্চুয়াল বোর্ড সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিষয়টি।
আগামী নভেম্বরে শেষ হবে বার্কলের বর্তমান মেয়াদ।
এখন আইসিসির বর্তমান পরিচালকদের আগামী ২৭ অগাস্টের মধ্যে পরবর্তী চেয়ারম্যানের জন্য মনোনয়ন জমা দিতে হবে। যদি একাধিক প্রার্থী থাকে, তাহলে ১ ডিসেম্বর নতুন চেয়ারম্যানের মেয়াদ শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বার্কলে পেশায় একজন আইনজীবী। একটা সময় নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান ছিলেন তিনি। ২০২০ সালের নভেম্বরে আইসিসির স্বাধীন চেয়ারম্যান হওয়ায় তাকে সেই পদ ছাড়তে হয়। ২০২২ সালের নভেম্বরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় দফায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।সূত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম