মাঠে ভালো খেলার আশায় শান্তরা

সাম্প্রতিক সময়ে দেশের অস্থির অবস্থা পেছনে ফেলে প্রায় দেড় মাস পর মাঠের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল

গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম খেলতে নামছে বাংলাদেশ জাতীয় দল। দেশের সাম্প্রতিক অবস্থা ছুঁয়ে গেছে ক্রিকেটারদের মন। তবে সেসব পেছনে রেখে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়গা শক্ত করার ব্যাপারে আশাবাদী নাজমুল হোসেন শান্তর দল।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু বুধবার। বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।

দেশের অস্থির অবস্থায় অনুশীলনে ব্যাঘাত ঘটায় যথাযথ প্রস্তুতির জন্য পূর্ব নির্ধারিত সূচির ৪ দিন আগেই পাকিস্তান চলে যায় বাংলাদেশ। লাহোর ও রাওয়ালপিন্ডি মিলিয়ে ৬ দিনের অনুশীলনের পর এই সিরিজ নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।

সবশেষ গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে দুই ম্যাচে কোনো লড়াই করতেই পারেনি তারা। বড় ব্যবধানে হেরে ধাক্কা খেয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও।

হতাশাজনক পারফরম্যান্সের প্রস্তুতির অভাবের কথা বলেছিলেন কোচ-ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সিরিজের পর আবার টানা সীমিত ওভারের ক্রিকেটই খেলেছে বাংলাদেশ। তবে গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর পাকিস্তান সফরের আগে প্রায় দেড় মাস সময় পেয়েছে তারা।

পুরো দমে প্রস্তুতির জন্য চট্টগ্রামে আয়োজন করা হয় জাতীয় ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প। কিন্তু আবহাওয়ার কারণে ব্যাঘাত ঘটে সেই পর্বে। পরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও ছিল অনুশীলন পর্ব। কিন্তু আন্দোলন চলাকালে নিরাপত্তা শঙ্কায় জাতীয় দলের কোচিং স্টাফের কেউই তখন হোটেল থেকে বের হননি। তাই ব্যক্তিগত উদ্যোগেই অনুশীলন করেন ক্রিকেটাররা।

ফলে পাকিস্তান যাওয়ার পরেই মূলত শুরু হয় পুরো দলের আনুষ্ঠানিক অনুশীলন। মুশফিকুর রহিম, মুমিনুল হকসহ টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটার আগেই ‘এ’ দলের সঙ্গে চলে যান পাকিস্তানে। তাই দেশটির উইকেট-কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বাড়তি সময় পান তারা।

সব মিলিয়ে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দল। প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে, অধিনায়ক শান্ত বেশ জোর দিয়েই বলেছেন, বিশেষ কিছু করে পাকিস্তানের বিপক্ষে আগের বিব্রতকর রেকর্ড বদলাতে চান তারা।

আর সেটি করতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপেও কিছুটা শক্ত হবে বাংলাদেশের অবস্থান। গত ডিসেম্বরে চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে নিউ জিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ জেতায় তলানির এক ধাপ ওপরে রয়েছে তারা। এর আগের দুই চক্রেই সবার শেষে ছিল বাংলাদেশ।

নতুন সিরিজ আগের দিন সংবাদ সম্মেলনে আগের দুই আসরের ব্যর্থতা ভুলে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ভালো কিছুর আশার কথাই বলেন শান্ত।

“টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউ জিল্যান্ডের বিপক্ষে আমাদের ভালো সিরিজ গেছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে আমাদের ভালো সুযোগ আছে। আমাদের দল ভালো ভারসাম্যপূর্ণ। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।”

এসময় প্রাসঙ্গিকভাবেই আসে দেশের বর্তমান অবস্থার কথা। অসংখ্য প্রাণহানি ও হতাহতের ঘটনায় মর্মাহত হয়েছেন শান্তরা। একইসঙ্গে সরকার পতনের পর দেশে যে সংস্কারের হাওয়া লেগেছে, সেই ধারায় নতুন পরিস্থিতিতে ভালোভাবে খেলার আশার কথাও বলেন বাংলাদেশ অধিনায়ক।

“গত বেশ কয়েকদিন আমাদের খুবই কঠিন সময় গিয়েছে। খুবই দুঃখজনক। সবাই খুবই ভুগেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

“তবে সার্বিকভাবে যেই পরিস্থিতি ছিল… প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারব। ক্রিকেটার হিসেবে আমরা চাই যে, আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক।আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি।”

বাকিদের জন্য স্বাভাবিকভাবে ক্রিকেট খেলা সহজ হলেও, সাকিবের জন্য হয়তো তা নয়। কেননা বিলুপ্ত ঘোষণা হওয়া সংসদে ক্ষমতাসীন দল আওয়ামী লিগের একজন প্রতিনিধি ছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। যে কারণে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার সময়ও বিক্ষুদ্ধ জনতার তোপের মুখে পড়তে হয় তাকে।

এছাড়া দেশেও সামাজিক মাধ্যমে চলছে সাকিবকে নিয়ে অনেক নেতিবাচক আলোচনা। তবে এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক। শান্তর বিশ্বাস, ক্রিকেট ও রাজনীতি পৃথক রেখে এবার মাঠে বিশেষ কিছু করবেন সাকিব।

“আমার তেমন (রাজনৈতিক কারণে সাকিবের খেলায় প্রভাব) মনে হয় না। তিনি (সাকিব) পেশাদার ক্রিকেটার। আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই দেখি। দীর্ঘ দিন ধরে তিনি এই খেলাটি খেলছেন। তাই তিনি নিজের দায়িত্ব এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয় জানেন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি, এই সিরিজে তিনি বিশেষ কিছু করবেন।”সূত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *