‘তুফান’ সিনেমাটি এবার দেখা যাবে ওটিটির পর্দায়

এবার ‘তুফান’ দেখা যাবে ঘরে বসে

‘তুফান’ সিনেমাটি এবার দেখা যাবে ওটিটির পর্দায়। ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।

গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ‘তুফান’ সিনেমা এবার দেখা যাবে ওটিটির পর্দায়।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। তবে কোনো প্ল্যাটফর্মই মুক্তির তারিখ জানায়নি।

এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে ওটিটির দুটি প্ল্যাটফর্মই।

এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক রায়হান রাফি বলেন, “মুক্তির পর দীর্ঘদিন হাউজফুল ছিল তুফান। অনেক দর্শক টিকেট না পেয়ে তুফান দেখতে পারেননি। এরপর তো ধীরে ধীরে দেশের পরিস্থিতি খারাপ হতে লাগল। মানুষের মনে স্বস্তি ছিল না, প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। ওটিটিতে মুক্তি পাওয়ার মাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকের যে অপেক্ষা ছিল, সেই পালা শেষ হল।“

‘তুফান’ প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের কাছ থেকে যে সাড়া মিলেছে, সেটি ওটিটির বেলায়ও অব্যাহত থাকবে বলে আশা করছেন রাফি।

হইচইয়ের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, “তুফান হইচইতে আসছে এই খবরে আমাদের দর্শক ও পার্টনারদের মধ্যে ব্যাপক এক্সসাইটমেন্ট এরই মধ্যে লক্ষ্য করছি। এই প্ল্যাটফর্ম থেকে আমরা বাংলাদেশের দর্শকদের মানসম্মত বিনোদন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

‘তুফান’ নিয়ে হইচইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা সৌম্য মুখার্জি বলেন, “সম্ভবত হইচইয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে তুফান দিয়ে। কারণ তুফান বিশ্বব্যাপী ব্লকবাস্টার।”

দেশের প্রেক্ষাগৃহে এখনো চলছে তুফান সিনেমাটি। গত বছরের ১৭ জুন মুক্তির পর দেশের ১০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি চলেছে।এরপর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডাসহ ১৫টি দেশে ‘তুফান’ পৌঁছে যায়।

এ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।

শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

সিনেমায় বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমার পাঁচটি গানের মধ্যে ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া তোলে।‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেছে এসভিএফআর। এছাড়া পরিবেশক প্রতিষ্ঠান হল আলফা আই স্টুডিওস লিমিটেড।সূত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *