সিনার জীবন বদলে গেল শাহরুখের পরামর্শে

বলিউডি তারকা শাহরুখের খানের অনুরাগীদের একজন যুক্তরাষ্ট্রের অভিনেতা ও ডব্লিউডব্লিউই তারকা জন সিনা। সেই অভিনেতা জানালেন তিনি শাহরুখকে দিয়ে অনু্প্রাণিত হয়েছেন।

পিংকভিলা ডটকম লিখেছে, গত মাসে ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে শাহরুখের সঙ্গে দেখা হয় জন সিনার।

সেখানে দুজনকে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়। শাহরুখ ও সিনার গল্প করার সেই ভিডিও ভাইরাল হলে কিছু মানুষের কৌতুহল জাগে তাদের আলাপের বিষয় জানতে।

অবশেষে সেই কৌতুহল মিটিয়েছেন জন সিনা।

শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোশাল মিডিয়ায় জন সিনা বলেন,” শাহরুখ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যা সেই সময় আমার জন্য খুব জরুরি ছিল। শাহরুখের সে সব পরামর্শ অনুপ্রেরণা বললেও কম বলা হবে। আমার জীবনে একটি বিশেষ পরিবর্তনের প্রয়োজন ছিল। তা সুষ্ঠুভাবে করার জন্য শাহরুখের কথাগুলি অনেকটাই সাহায্য করেছে।”

ডব্লিউডব্লিউই তারকা সিনা আরও বলেন, “আর সেই পরিবর্তনের পর থেকে বলা যায় আমার জীবন দুর্দান্ত গতিতে ছুটছে! আমার জ্যাকপটগুলি আমি চিহ্নিত করতে পেরেছি। ”

শাহরুখের সঙ্গে মুখোমুখি দেখার হওয়ার মুহুর্ত স্মরণ করে আপ্লুত হয়ে পড়েন সিনা।

তিনি বলেন, “একটি আবেগপূর্ণ মুহুর্ত ছিল আমার কাছে, তিনি (শাহরুখ) অসাধারণ। একই সঙ্গে সহানুভূতিশীল ও দয়ালু। “

এসব কথায় শাহরুখ বন্দনায় সিনা মেতে উঠলেও, নায়কের কোন কথা তার জীবনে কাজে লেগেছে সে বিষয়ে কিছু জানানি সিনা।

এক্সে দেওয়া ওই পোস্টে শাহরুখ খানের সঙ্গে ছবিও শেয়ার করেন সিনা।সূত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *